ছাগল চুরি করে নিয়ে যাওয়ার অভিযাগে কাজল (২৪) নামের এক যুবকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) ভোর ৪ টায় সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকার চৌরাস্তায় ব্রীজের ঢালে থেকে তাকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী।
আটককৃত যুবক কাজল একই উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার কামরুল ইসলাম বাবুর ছেলে।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৪ টায় মোগড়াপাড়া চৌরাস্তায় ব্রীজের ঢালে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের উপরে ওই যুবককে দুইটি ছাগলসহ সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করিতে দেখি। এসময় তাকে এখানে ঘোরাফেরা করার কারণ ও ছাগলের বিষয়ে জিজ্ঞাসা করলে সে কোন সন্তোষ জনক জবাব দিতে পারে নি। আমাদের সন্দেহ আরও বাড়ে। প্রাথমিক তদন্তে জানা যায় যে, সে রাম গোবিন্দেগাঁও গ্রাম থেকে উক্ত ছাগল দুইটি চুরি করে এনেছে। ছাগলের প্রকৃত মালিককে সংবাদ আনা হয়েছে। তিনি অভিযোগ দায়ের করিলে নিয়মিত মামলা রুজু হবে।