আজ
|| ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই রজব, ১৪৪৬ হিজরি
ছিনতাইকারীর আঘাতে দেওভোগের সেই শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০২৪
নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী মারা গেছেন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কলেজের উদ্দেশে যাওয়ার সময় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহত শিক্ষার্থীর নাম সীমান্ত (২০)। সে শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
রবিবার (১৫ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাসির আহমদ।
তিনি বলেন, নিহত শিক্ষার্থী সীমান্তর স্বজনদের মাধ্যমে মৃত্যুর খবর পেয়েছি। নিহতের স্বজনরা এ ঘটনায় মামলা করেনি। তবে আমরা এ রকম একটি নৃশংস ঘটনায় অপরাধীদের ছেড়ে দিতে পারি না। ফলে নিহত কলেজছাত্র আহত হওয়ার পর থেকে আমরা তার বাবার সঙ্গে যোগাযোগ রেখেছি। এছাড়া আমরা অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.