আজ রবিবার, জানুয়ারি ১২, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী মারা গেছেন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কলেজের উদ্দেশে যাওয়ার সময় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নিহত শিক্ষার্থীর নাম সীমান্ত (২০)। সে শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

রবিবার (১৫ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাসির আহমদ।

তিনি বলেন, নিহত শিক্ষার্থী সীমান্তর স্বজনদের মাধ্যমে মৃত্যুর খবর পেয়েছি। নিহতের স্বজনরা এ ঘটনায় মামলা করেনি। তবে আমরা এ রকম একটি নৃশংস ঘটনায় অপরাধীদের ছেড়ে দিতে পারি না। ফলে নিহত কলেজছাত্র আহত হওয়ার পর থেকে আমরা তার বাবার সঙ্গে যোগাযোগ রেখেছি। এছাড়া আমরা অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।

Exit mobile version