আজ
|| ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সরকারের ইচ্ছা আর অ্যাম্বাসিগুলোর সহযোগিতা থাকলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সম্ভব
প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০২৪
সরকারের ইচ্ছা আর অ্যাম্বাসিগুলোর সহযোগিতা থাকলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সম্ভব বলে মন্তব্য করেছেন জেষ্ঠ্য সাংবাদিক শফিক রেহমান।
রোববার (১৫ ডিসেম্বর) গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে ‘আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণ প্রক্রিয়া’ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণের দাবি জানান সেমিনারে অংশ নেয়া বক্তারা।
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেন, সরকার চাইলে ১ বছরের মধ্যেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, প্রবাসীদের জাতীয় পরিচয় পত্রের দাবিটি ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে। অতীতের কোন সরকারই প্রবাসীদের নিয়ে ভাবেনি, প্রবাসীদের এমন অভিযোগের প্রেক্ষিতে এমন মন্তব্য করেন তিনি।
ধারণা করা হয় সারাবিশ্বে প্রায় দেড় কোটি বাংলাদেশী প্রবাসী আছেন। বাংলাদেশের অর্থনীতিতে যাদের রেমিট্যান্সে একটি বড় নিয়ামক। অথচ সেই রেমিটেন্স যোদ্ধাদের নেই ভোট দেয়ার সুযোগ। অথচ চাইলে ১২ মাসের মধ্যে প্রবাসে থেকেই বাংলাদেশিদের ভোট প্রয়োগের সার্বিক ব্যবস্থা করা সম্ভব।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.