আজ
|| ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
বুদ্ধিজীবী দিবস দেশের স্বাধীনতার ইতিহাসের মর্মান্তিক একটি দিন: ইউএনও সাজ্জাত
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২৪
আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় আড়াইহাজার উপজেলার প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ই্উসুফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু সিদ্দিক ভুইয়া, সাংগঠনিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লাল জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক ভিপি কবির হোসেন , বীরমুক্তিযোদ্ধা মুছা মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, পৌরসভা জামায়াতের সভাপতি মুহাম্মদ নুরুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে ইউএনও সাজ্জাত হোসেন বলেন, এ দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের মর্মন্তুদ এক দিন। বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি বাহিনী বাংলার শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের জন্য বিশেষ মুনাজাত করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.