ছাত্র জনতার আকাঙ্খা পূরণ করতে পারলেই আমরা সার্থক হবো: ডিসি
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২৪
‘আমাদের মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীরা যে লক্ষ্যে জীবন দিয়েছিলেন সেটা হল একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র। যেখানে সন্ত্রাস, হানাহানি থাকবে না। ন্যায় বিচার থাকবে। একটি দেশ শুধু স্বাধীন না, এখানে ন্যায় বিচার থাকবে। সবাই নিশ্চিন্তে থাকবে এমন একটি সমাজ তাঁরা চেয়েছে। ২৪ এ ছাত্র জনতাও এই লক্ষ্যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। তাদের আকাঙ্খা পূরণ করতে পারলেই আমরা সার্থক হবো।’
শনিবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝলো বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে তখন এ জাতি যেন দাঁড়াতে না পারে, আমাদের অধ্যাপক, কবি, সাহিত্যিকদের ওরা তুলে নিয়ে হত্যা করেছে। গত ৫৩ বছরে প্রতি মুহুর্তে আমরা তাদের অভাব অনুভব করেছি। বাংলাদেশ যেন দাঁড়াতে না পারে এই লক্ষ্যেই ওরা এ কাজগুলো করেছিল। আমরা জাতি হিসেবে সেভাবে দাঁড়াতে পারিনি। এই বুদ্ধিজীবীরা যদি থাকতো আমরা অনেক এগিয়ে যেতে পারতাম।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com