আজ
|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সাংবাদিককে মারধর, সিদ্ধিরগঞ্জ বিএনপি নেতা ইকবাল বহিষ্কার
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি : সাংবাদিককে মারধর ও লাঞ্ছনার ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আজ মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের এক সাংবাদিককে আপনি দলবল নিয়ে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করেছেন। যা সম্পূর্ণরূপে দলের শৃঙ্খলা পরিপন্থী ঘৃণ্য অপরাধ। এ ধরনের গুরুতর কর্মকাণ্ডের জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে সাময়িক বহিষ্কার করা হলো।'
এর আগে আজ দুপুরে আসিয়ান পরিবহনের বাসচালক নয়নের সঙ্গে তর্কের জেরে ইকবাল ও তার অনুসারীদের বিরুদ্ধে নয়নকে মারধরের অভিযোগ ওঠে। এ সময় বাসটি ভাঙচুর করা হয়। সাংবাদিক মিনহাজ আমান এর প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা।
মিনহাজ আমান বলেন, 'রাতে ইকবাল হোসেন ফোন করে আমার কাছে ক্ষমা চান। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তবে আহত বাস চালক ও বাস মালিকের বিষয়ে আমি কিছু জানি না।'
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.