ফতুল্লায় ট্রাক চাপায় ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১১ টায় ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় ওই ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ধাওয়া করে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।
নিহত শিশুর নাম মিম(৭)। সে সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মতি মিয়ার মেয়ে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে সাথে সাথে গিয়ে লাশ উদ্ধার করেছি। পাশাপাশি এলাকাবাসীর মাধ্যমে চালককে আটক করে ট্রাক জব্দ করা হয়েছে। কিন্তু এই ঘটনায় কোন মামলা হয়নি। নিহতের পরিবার গরীব হওয়ায় এলাকার মুরুব্বীরা মিলে অর্থের বিনিময়ে মিমাংসা করেন। তাই অভিযোগ না দিয়েই তাদের ছেড়ে দেয়া হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com