আজ সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ট্রাক চাপায় ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১১ টায় ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় ওই ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ধাওয়া করে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।

নিহত শিশুর নাম মিম(৭)। সে সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মতি মিয়ার মেয়ে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে সাথে সাথে গিয়ে লাশ উদ্ধার করেছি। পাশাপাশি এলাকাবাসীর মাধ্যমে চালককে আটক করে ট্রাক জব্দ করা হয়েছে। কিন্তু এই ঘটনায় কোন মামলা হয়নি। নিহতের পরিবার গরীব হওয়ায় এলাকার মুরুব্বীরা মিলে অর্থের বিনিময়ে মিমাংসা করেন। তাই অভিযোগ না দিয়েই তাদের ছেড়ে দেয়া হয়েছে।

Exit mobile version