আজ
|| ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসী বাংলাদেশিরা
প্রকাশের তারিখঃ ১১ ডিসেম্বর, ২০২৪
১৫ ডিসেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল (এমআরপি) পাসপোর্ট দেয়া হবে। এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেয়া শুরু হবে। পরবর্তী ৩-৪ সপ্তাহের মধ্যে যারা আবেদন করেছেন প্রত্যেকে এমআরপি পাসপোর্ট পাবেন। এক্ষেত্রে সৌদি আরব এবং মালয়েশিয়ায় যারা আছেন তাদের প্রাধান্য দেয়া হচ্ছে।এরপর দেশ অনুযায়ী গুরুত্ব বুঝে তা প্রদান করা হবে।
ভিডিও বার্তায় বিপুল পরিমাণে এমআরপি পারসপোর্ট ছাপানো হচ্ছে বলেও জানান তিনি। আগামী ২-৩ বছর পাসপোর্ট নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন। পাসপোর্ট ইস্যুতে দুর্ভোগ ও হয়রানির জন্য দুঃখও প্রকাশ করেন এই উপদেষ্টা।
এই দুর্ভোগের কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগ আমলের এক মন্ত্রী তার পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে এই কাজ দিয়েছিলেন। সেই প্রক্রিয়ায় দেড় বছর সময় নষ্ট হয়। অন্তর্বর্তী সরকার আসার পর তা বাতিল করে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.