হত্যা মামলায় শ্রমিক নেতা গ্রেফতার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০২৪
পরিবহন শ্রমিক সংগঠনের এক নেতাকে গ্রেফতারের জেরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেফতার করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শ্রমিকরা বিক্ষোভ করতে করতে বিভিন্ন স্থানে জড়ো হন। এরপর তিব্বত ও সাত রাস্তা মোড় দখলে নেন। রাস্তা অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন। রাস্তায় আটকে গেছে হাজারও পরিবহন। ডাইভারসন দিয়েও রাস্তার বেসামাল পরিস্থিতি সামলাতে পারছে না ট্রাফিক পুলিশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com