আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামী শাসনামলের গত ১৫ বছর প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। ‘পুকুর চুরি’র মাধ্যমে বিপুল পরিমাণ অর্থপাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাস্তবতা মেনেই ভোজ্যতেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। তবে আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আগামীতে আর কোনও সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখবে সরকার।

এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। অন্তর্বর্তী সরকারের মতো স্বচ্চ সরকার আগে কখনোই ছিল না।

আলুর সিন্ডিকেট নিয়ে কৃষি বিষয়ক প্রতিবেদনের জন্য এবারের ‘ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদ হোসেন।

Exit mobile version