বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মিডিয়াতে মিথ্যাচারের প্রতিবাদে বেনাপোল সীমান্তে পদযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্রসমাজ। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে সার্বভৌমত্বের পদযাত্রা শীর্ষক শিরোনামে এই পদযাত্রা শুরু হয় বেনাপোলের বলফিন্ড মাঠ থেকে।
পদযাত্রাটি বেনাপোল চেকপোস্টে গিয়ে শেষ। এর আগে, বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে ছাত্ররা।
সেখানে ছাত্রনেতারা বলেন, ভারতে বসে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। বাংলাদেশে হিন্দু-মুসলিম শান্তিতে আছে। কিন্তু এ অসাম্প্রদায়িক রাষ্টের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে ভারত। বলেন, অপপ্রচার করে দুই দেশের সম্পর্ক্যে কোনোভাবে ফাটল ধরাতে পারবে না বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com