মানিকগঞ্জের ঘিওরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাবলু কুস্তা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লাভলু ও বাবুর মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে দুপুরে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। আহত হন আরও বেশ কয়েকজন।
আহত লাভলুসহ কয়েক জনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।কুপিয়ে জখম করা হয় তিনজনকে। পরে, লাভলুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com