আজ
|| ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
পুলিশের বিভৎস রুপ আর দেখবেন না -অতিরিক্ত জিএমপি পুলিশ কমিশনার
প্রকাশের তারিখঃ ৮ ডিসেম্বর, ২০২৪
মো: রিটন মিয়ে, টঙ্গী
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন ৫ আগষ্ট পট পরিবর্তনের আগে ভিন্নমত পোষণ কারীদের সাজাপেতে হতো,পুলিশকে জনগণের মুখোমুখি দ্বার করিয়েছিল সরকার।আমাদের প্রতি আপনাদের প্রত্যাশা অনেক, জানিনা আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবো। তবে কথা দিচ্ছি আমরা অত্যন্ত সচেষ্ট থাকবো।পুলিশ সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। আপনাদের চাহিদামত পুলিশবাহিনীকে গঠন করা হবে।তাই উপস্থিত সবাইকে একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই এতদিন পুলিশের বিভৎস রুপ যেটা দেখেছেন আগামীতে সেটা আর দেখবেন না।
রোববার দুপুরে গাজীপুর মহানগরীর মিরের বাজার চৌরাস্তায় জিএমপি অপরাধ দক্ষিণ বিভাগ ও পূবাইল থানার উদ্যোগে আয়োজিত অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এডিসি (জিএমপি)হাফিজ আখতারের সঞ্চালনায় ও জিএমপি অপরাধ (দক্ষিণ) বিভাগের ডিসি এম.এন. নাসির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ডিসি ট্রাফিক(জিএমপি)ইব্রাহীম খান, গাছা জোন এসি মোহাম্মদ ফাহিম, পূবাইল থানা ওসি শেখ আমিরুল ইসলাম।
জাহিদুল হাসান আরও বলেন, আগামীতে যেন আর কোন স্বৈরাচার তৈরি হতে না পারে।এক শ্রেনীর সুবিধাভোগীর জন্য স্বৈরাচার তৈরি হয়। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের কথা কেউ বুকে ধারণ করতে পারলে আগামীতে আর বিভৎস পুলিশ অফিসার পয়দা হবেনা।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পূবাইল থানা জামাতে ইসলামের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামীম হোসেন মৃধা, থানা আমির আশরাফ আলী কাজল, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, গাজীপুর মহানগর আ'লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অমূল্য চন্দ্র দাস,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, পূবাইল প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর গাজীপুর মহানগর প্রতিনিধি মোহাম্মদ আখতার হোসেন,পূবাইল থানা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান, যুগ্ম আহবায়ক সাইফুল সরকার,সোহেল খান,পূবাইল থানা সেচ্ছাসেবক দলের সভাপতি কামারুজ্জামান কাজল প্রমূখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.