আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সদরঘাট সংলগ্ন এলাকায় ২ টি বোট তল্লাশি করে ১ হাজার ২৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিনের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করে কোস্ট গার্ড।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

Exit mobile version