আজ
|| ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে যা বললেন ট্রাম্প
প্রকাশের তারিখঃ ৮ ডিসেম্বর, ২০২৪
বিদ্রোহীদের হাতে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সমর্থন হারানোর ফলেই সিরিয়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ- এমন মন্তব্য করেছেন আগামী মাসে হোয়াইট হাউসের মসনদে বসতে যাওয়া ট্রাম্প।
সিরিয়ান সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন বিবৃতি দিয়েছেন ট্রাম্প। বলেন, ইউক্রেনকে ঠেকাতে ব্যস্ত রাশিয়া। তার সময় নেই সিরিয়াকে বাচানোর। এরই মধ্যে কমপক্ষে ৬ লাখ সামরিক সদস্য হারিয়েছে মস্কো। আসাদের প্রতি আর আগ্রহ নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
তিনি আরও বলেন, সিরিয়ার ইতিহাসে এটিই সবচেয়ে ভালো খবর, তবে দেশটিতে চলমান অভ্যন্তরীণ এ অরাজকতায় কোনোরকম হস্তক্ষেপ করবেনা যুক্তরাষ্ট্র।
এক্সের পাশাপাশি নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আসাদ চলে গেছেন। তার রক্ষক, রাশিয়া, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না।
উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, একটি ব্যক্তিগত বিমান দামেস্ক বিমানবন্দর ছেড়ে গেছে। বিমানটিতে সম্ভবত আসাদ রয়েছেন। বিমানটি ছাড়ার সময় সেখানে সরকারি সেনা উপস্থিত ছিল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.