ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইজিবাইক ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) রাতে আখাউড়া-আগরতলা সড়কের ছাড়াবাড়ি এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত ছিনতাইকারী হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট এলাকার বাসিন্দা ছাত্তার মিয়ার ছেলে সুজন মিয়া (২৫)।
ইজিবাইক চালক আকাশ হোসেন সাগর জানান, তারা দুইজন যাত্রী সেজে তার ইজিবাইকে ওঠে। পরে আখাউড়া-আগরতলা সড়কের ছাড়াবাড়ি এলাকায় পৌঁছালে কিছু বুঝে ওঠার আগেই তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় ছিনতাইকারীরা।
তিনি আরও জানান, তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে স্থানীয়রা এক ছিনতাইকারীকে আটক করে। পালিয়ে যায় আরেক ছিনতাইকারী। তাদের তল্লাশি করে একটি ছুরি ও কাঁচি পাওয়া যায়।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত যুবক অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।