সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ৩
প্রকাশের তারিখঃ ৮ ডিসেম্বর, ২০২৪
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।
রোববার (৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার বালিউড়া বাজার ও জয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পণ্যগুলো জব্দ করা হয়।
এসময় ৫২৫ ক্যারেটে প্রায় ১২ হাজার কেজি কমলা, ৮৪ বস্তায় ৪ হাজার ২শ কেজি চিনি ও ৩টি ট্রাক জব্দ করা হয়। সেইসাথে চোরাকারবারির সাথে জড়িত থাকার অপরাধে আব্দুর রহিম, মফিজ মড়ল ও বেল্লাল হোসেন নামের তিনজনকে আটক করা হয়।
দোয়ারাবাজার ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সোয়েব বিন আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য আটক করা হয়। আটককৃত পণ্য বিজিবির কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com