আজ সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।

রোববার (৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার বালিউড়া বাজার ও জয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পণ্যগুলো জব্দ করা হয়।

এসময় ৫২৫ ক্যারেটে প্রায় ১২ হাজার কেজি কমলা, ৮৪ বস্তায় ৪ হাজার ২শ কেজি চিনি ও ৩টি ট্রাক জব্দ করা হয়। সেইসাথে চোরাকারবারির সাথে জড়িত থাকার অপরাধে আব্দুর রহিম, মফিজ মড়ল ও বেল্লাল হোসেন নামের তিনজনকে আটক করা হয়।

দোয়ারাবাজার ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সোয়েব বিন আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় পণ্য আটক করা হয়। আটককৃত পণ্য বিজিবির কাছে হস্তান্তর করা হবে।

Exit mobile version