ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ভূমিকা সঠিক ছিল না: ডিএমপি কমিশনার
প্রকাশের তারিখঃ ৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ভারী অস্ত্র ব্যবহার ঠিক হয়নি। এতো মানুষ মারা যাওয়ার কথা না। আন্দোলনে পুলিশের ভূমিকা সঠিক ছিল না।
রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, গণ মামলায় গণ আসামি থাকবে না। যেসব বাদী মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। এ সময় মামলা এবং গ্রেফতার বাণিজ্য কিছু পুলিশ সদস্য জড়িত স্বীকার করে তিনি বলেন, এই অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা যেসব সাংবাদিকদের আসামি করা হয়েছে তদন্তে তারা বাদ পড়বেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com