আ.লীগ ও জাতীয় পার্টি দেশের ৫০% জনগণকে প্রতিনিধিত্ব করে: জিএম কাদের
প্রকাশের তারিখঃ ৭ ডিসেম্বর, ২০২৪
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গলাবাজি করে প্রতিবাদ জানানোর কিছু নেই। নিজেদের মত করে তার জবাব দিতে হবে, প্রতিহত করতে হবে- এমনটা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসময়, আগামী নির্বাচনে আওয়ামী লীগসহ নিবন্ধিত সব দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে বলে দাবি করেন তিনি।
জিএম কাদের বলেন, সবদলের অংশগ্রহণে নির্বাচন না হলে শেখ হাসিনার সাথে কোনো পার্থক্য থাকবে না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশের ৫০ শতভাগ জনগণের প্রতিনিধিত্ব করে। দলটিকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাকে জাতিগতভাবে সংঘাতপূর্ণ ও অবিশ্বাস তৈরি করবে বলে মনে করেন জিএম কাদের৷
আলোচনা সভায়, প্রধান উপদেষ্টা সর্বদলীয় জাতীয় ঐক্যের ডাকের নামে জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আশঙ্কা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com