আজ সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ খ্রিস্টাব্দ

পাহাড়, সবুজ অরণ্য আর সাদা মেঘের চাদরে ঢাকা সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে ১০ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম পাঠানো হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই ধামরাই ও মানিকগঞ্জ থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাজেক থেকে স্থানীয় চাঁদের গাড়িতে চড়ে একদল পর্যটক খাগড়াছড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাউস পাড়া এলাকার সড়কের মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী গাড়িটি উল্টে পাহাড়ি খাদে পড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকারও বিষয়টি নিশ্চিত করেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী চাকমা জানান, আহতদের জরুরি চিকিৎসা দেয়া হয়েছে। সবার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা একটু গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version