আজ বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান এবং একটি রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বারুইখোলা ধানমন্ডি রিভারভিউ মডেল টাউন নির্মাণাধীন ভবনের সামনের খোলা জায়গা থেকে একটি শটগান ও একটি রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করা হয়।

রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ জানতে পারে, মোহাম্মদপুরের বারুইখোলা সাদেক খান পাম্প সংলগ্ন ধানমন্ডি রিভারভিউ মডেল টাউনের নির্মাণাধীন ভবনের সামনের খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রের কিছু অংশ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় শটগান ও রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করে।

Exit mobile version