নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানকে শোকজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও নিয়ম বহির্ভূত কার্যকলাপের অভিযোগে তাকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেপ তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী ৯ ডিসেম্বর উপস্থিত হয়ে তা লিখিতভাবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এই বিষয়ে সাগর প্রধান বলেন, আমি মহানগর যুবদলের সভাপতি প্রার্থী তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি কেন্দ্রে বিষয়টি জানাবো।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com