চাঁপাইনবাবগঞ্জে ড্রেন থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ৬ ডিসেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি ড্রেন থেকে কামরুল ইসলাম নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) উপজেলার হাকাইল এলাকার একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে হাঁকারইল এলাকায় একটি পেয়ারা বাগানের পাশের ড্রেনে কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নয় বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।
এদিকে, কামরুল ইসলাম মাদকাসক্ত ছিলেন বলে দাবি এলাকাবাসীর। এছাড়া তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছিলেন বলে জানায় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com