আজ মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ

গত ০৩/১২/২০২৪ ডিসেম্বর দৈনিক ইয়াদ পত্রিকায় প্রকাশিত সিরাজ- ইফতেখার এর দূর্নীতির কারণে অস্থিতিশীল পরিবেশ” আদমজী ইপিজেড” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইউনুসকো (বিডি) লিমিটেড এর ডিজিএম ইফতেখার।

বুধবার (০৪ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, সংবাদে আমার বিরুদ্ধে জনৈক আরমান ও শাহেদ আহম্মেদ এর নিকট থেকে প্রায় বিশ লক্ষ টাকা নিয়ে পূর্বের ঠিকাদারের চুক্তি বাতিল করেছি বলে উল্লেখ করে। স্বনামধন্য প্রতিষ্ঠান ইউনুসকো বিডি লি: এ আমার চাকুরির মেয়াদ ১ মাসের ও কম। কোনো ঠিকাদারের সাথে আমার পূর্বের এবং বর্তমান পরিচয় নেই। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন দক্ষ, সৎ অবসরপ্রাপ্ত অফিসার বিধায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আমাকে ডিজিএম পদে নিয়োগ প্রদান করেন।

গত ০৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত গর্বিত সদস্য হিসেবে হাইকোর্টের সামনে আমি ই প্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে মাঠে নেমে প্রতিবাদ জানাই। একটি স্বার্থান্বেষী অসাধু ব্যবসায়ী মহল অবৈধ সুবিধা আদায় করতে না পেরে সুনাম নষ্ট করতে এবং আমার কাজ ও সততার প্রতি ঈর্ষান্বিত হয়ে ব্যক্তিগত এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে অপপ্রচার চালাচ্ছে। তাই প্রকৃত তথ্য যাচাই বাছাই করে সংবাদ পরিবেশন এবং উক্ত মিথ্যা সংবাদে আইন শৃঙ্খলা বাহিনী, ও আমার কর্মরত প্রতিষ্ঠানকে বিভ্রান্ত না হওয়ার বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিজ্ঞপ্তি

Exit mobile version