আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক (ঢাকা বিভাগ) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আমাদের মন্ত্রণালয়ে আজ মিটিং আছে, এ জন্য আমরা পরিস্থিতি জানতে এসেছি। সিটি করপরেশন ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রনে কাজ করবে। আশা করছি ডেঙ্গু অবস্থা ভালো হবে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে, প্রথমে সিভিল সার্জন কার্যলয়ে আসেন তিনি। সেখান থেকে নারায়ণগঞ্জ খানপুর ৩শ শয্যা হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পরিদর্শন করেন। এ সময় দুটি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এক প্রশ্নের জবাবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু মোকাবেলায় আমরা দুই ধরনের ব্যবস্থা নিচ্ছি। একটা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা। জেলা উপজেলা মেডিকেল কলেজ থেকে শুরু করে সকল চিকিৎসা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। আরেকটা হচ্ছে মশা নিয়ন্ত্রণ। এটি নিয়ে আজও আমাদের মন্ত্রণালয়ে মিটিং আছে। গতকালও আমরা সারাদেশে জুম মিটং করেছি।

Exit mobile version