বাড্ডা থানার হত্যাচেষ্টা মামলা সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার জসীম উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টায় খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত থানা পুলিশ তাকে গ্রেফতার করে। । পরে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসীম উদ্দীন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com