বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে ছাত্র ফেডারেশন‘র বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২৪
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নগরীর চাষাড়ার বঙ্গবন্ধু রোডে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের পূর্বে চাষাড়া শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দুত্ববাদীদের উস্কানিমূলক হামলার’ প্রতিবাদ জানান। সেই সাথে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এসময় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, আমরা দাঁড়িয়েছি আমাদের সার্বভৌমত্ব রক্ষার দাবি নিয়ে। বাংলাদেশের উপর ভারতের আধিপত্য বিস্তারের চেষ্টার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে কিছু উগ্র লোক হামলা করেছেন, যারা নিজেদের ভারতীয় বলে পরিচয় দেন। আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে কোন হামলাকারীকে বিশেষ কোন পরিচয় দিতে চাই না। যারা হামলা করে, সন্ত্রাসী করে, মানুষের মধ্যে ঐক্য নষ্ট করে, যারা রাষ্ট্রের সংহতি বিনষ্ট করে তাদের পরিচয় একটাই। তারা উগ্রবাদী, তারা ষড়যন্ত্রকারী, তারা সংহতি বিনষ্টকারী। তাদের উপরে কোন রাষ্ট্র কিংবা ধর্মের কোন লেবাজ থাকতে পারে না।
তিনি বলেন, ভারত দেশের মিত্র রাষ্ট্র হিসেবে পরিচিত। গত ১৫ বছরে এই মিত্রতার ভয়বহতা দেখেছি। আমাদের বোন ফেলানীকে তারা কাটা তারে ঝুলিয়ে রাখে। আমরা দেখেছি, পানিচুক্তি নিয়ে কথা বলার কারণে আমাদের আবরারকে বুয়েটের হলে পিটিয়ে মেরে ফেলে। এই ধরণের বন্ধুত্ব চর্চা আমরা দেখে আসছি। এই চর্চা করেছে ভারতের বিজেপি সরকার ও বাংলাদেশের আওয়ামী সরকার। তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এর জবাব বিজেপি সরকার ও আওয়ামী গণহত্যার সরকার, এই দুই কসাই সরকারকে দিতে হবে বাংলাদেশের জনগণের কাছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com