আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বরিশালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশ মিশনে হামলার তীব্র নিন্দা জানান বিএনপি নেতারা। এ সময় সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান তারা। এছাড়া সরকারি বিএম কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করে। ভবিষ্যতে যেন এধরণের ঘটনা আর না ঘটে সেজন্য যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

খুলনায় কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয় থেকে দুপুরে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ নিয়ে ভারতে নানা অপপ্রচার চলছে। এর বিরুদ্ধে কার্যকর ভারতকে ব্যবস্থা নিতে হবে।

পাবনায় বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ভারতের উগ্রবাদীরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় আগ্রাসন মেনে নেয়া হবে না বলেও মন্তব্য করেন বক্তারা।

বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর ও দক্ষিন জেলা বিএনপি। সকাল সাড়ে ১২টার দিকে নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ সড়কের বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয় কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশীদ ইয়াছিন।

এ ছাড়াও, নাটোর শহরের কানাইখালী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তারা ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান।

Exit mobile version