আজ বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪ খ্রিস্টাব্দ

একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক আটকে থাকার কোনও কারণ নেই। আমাদের সম্পর্ক বহুমাত্রিক— এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে তাকে জরুরি তলব করে সরকার। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান প্রণব ভার্মা। সেখানে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে আমরা কাজ করতে ইচ্ছুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। নিরাপত্তা অগ্রগতি ও উন্নয়নের জন‍্যে একসাথে কাজ করার আগ্রহ আছে।

Exit mobile version