আজ
|| ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কক্সবাজারে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২৪
‘শ্রেষ্ঠত্বের নতুন দিগন্ত’ স্লোগানকে সামনে রেখে গত ২৯ ও ৩০ নভেম্বর কক্সবাজারের বে ওয়াচ হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স, যেখানে দেশব্যাপী ছড়িয়ে থাকা ডিবিএল পরিবারের সব ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন। কনফারেন্সের দুই দিনব্যাপী বর্ণিল আয়োজনে নানা কার্যক্রমে অংশ নেন ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ডিলার ও সহকর্মীরা।
আয়োজনে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ফিন্যান্স কন্ট্রোলার কাজী সিদ্দিকুল আজম ও হেড অব মার্কেটিং দিদারুল আলম খান।
বিজনেস কনফারেন্সে ডিবিএল গ্রুপের বোর্ড অব ডাইরেক্টর, ডিবিএল ও ব্রাইট সিরামিকসের জ্যেষ্ঠ কর্মকর্তারা বক্তব্য দেন এবং বিজনেস পার্টনারদের সেরা পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে চলতি বছরের সাফল্য উদ্যাপনের পাশাপাশি ডিবিএল সিরামিকসের নতুন পণ্য-মোজাইক টাইলসের মোড়ক উন্মোচন করা হয়।
ডিবিএল সিরামিকস ২০১৭ সালে সিরামিক ইন্ডাস্ট্রিতে তাদের পথচলা শুরু করেছিল। টাইলসের গুণগত মান, নকশার বৈচিত্র্য এবং অত্যাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের কারণে গ্রাহকদের মধ্যে বেশ নন্দিত এ প্রতিষ্ঠান। ক্রেতাদের কাছে বিশ্বমানের টাইলস পৌঁছে দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনই ডিবিএল সিরামিকসের লক্ষ্য।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.