নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ ঝোঁপ কেটে ফিসারী উচ্ছেদে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। গতকাল রবিবার দুপুরে দুইটি স্পিড বোট ও একটি টলারে মেঘনা নদীতে অবৈধ ঝোঁপ বা কাটা ফিসারী উচ্ছেদে মোবাইল কোর্টে এর মাধ্যমে মৎস্য অভিযান পরিচালনা করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মনজুরুল মোর্শেদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার,নৌ পুলিশের ইনচার্জ প্রমূখ। উক্ত অভিযান পরিচালনায় তিনটি ঝোঁপের বাঁশ ও জেলেদের জাল কেটে ফেলা হয়। যার ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা। পরে আরো দুটি ঝোপের বাঁশ কেটে ও কচুরিপানা সরিয়ে দেয়া হয়। উল্লেখ্য যে,মেঘনা নদীতে অবৈধ ঝোঁপ দেওয়ার ফলে মেঘনা নদীতে দেশীয় মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন কমে যাচ্ছে এবং এই ঝোঁপের মাধ্যমে দেশীয়ও প্রজাতির সকল প্রকার মা’মাছ ও অন্যান্য ছোট মাছ ধরে ফেলা হয়।বৈদ্যের বাজার ও বারদী ইউনিয়নের জন প্রতিনিধিবৃন্দ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয় যে,মেঘনা নদীতে বিদ্যমান সকল অবৈধ ঝোঁপ কাঁটা ফিসারি সরিয়ে ফেলার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাত দিনের সময় ভেদে দিয়েছেন।এ সাত দিন এর মধ্যে অবৈধ ঝোঁপ সরিয়ে ফেলা না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান,অবৈধ ঝোঁপ বা কাঁটা ফিসারি ও জেলেদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।