না.গঞ্জে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি
প্রকাশের তারিখঃ ১ ডিসেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জ জেলার সকল বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবায়ন করার সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে তথ্যটি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী ২০২৫ সালের জন্য নবায়ন করা হবে। বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণকে অস্ত্রের ধরণ অনুযায়ী নবায়ন ফি, ভ্যাট ও উৎসে কর সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক নির্ধারিত স্থান ও তারিখে যথাসময়ে আগ্নেয়াস্ত্র ও লাইসেন্সসহ উপস্থিত হয়ে স্ব স্ব আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করার জন্য অনুরোধ করা হলো।
জেলা প্রশাসকের কার্যালয়ের ২য় তলায় অবস্থিত জেএম শাখায় সিনিয়র সহকারী কমিশনার (আগ্নেয়াস্ত্র শাখা) মো. মোনাববর হোসেন‘র নিকট এসব অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানা এলাকার আগ্নেয়াস্ত্র বহনকারীদের জন্য ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। সদর-বন্দর থানাধীন আগ্নেয়াস্ত্র বহনকারীদের জন্য ৮ থেকে ১২ ডিসেম্বর সময় নির্ধারণ করা হয়েছে। আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁ থানাধীন আগ্নেয়াস্ত্র বহনকারীদের জন্য ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া, জেলার সকল থানার আগ্নেয়াস্ত্র বহনকারীরা যদি নির্ধারিত তারিখের মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স না করলে ২২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে করতে পারবে।
ব্যক্তি পর্যায়ে পিস্তল/রিভলবার‘র নবায়ন ফি ১০ হাজার টাকা, শটগান/বন্দুক/রাইফেল নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যাংক, কোন আর্থিক প্রতিষ্ঠান ও যেকোন প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেল‘র নবায়ন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি অস্ত্রের ফি এর সাথে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ কর যুক্ত হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com