আজ
|| ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
চট্টগ্রাম যদি ওনাদের হয়ে যায়! বাবার রাজত্ব? প্রশ্ন মির্জা আব্বাসের
প্রকাশের তারিখঃ ১ ডিসেম্বর, ২০২৪
ভারতীয় একটি গণমাধ্যমে সম্প্রতি চট্টগ্রাম নিয়ে বিতর্কিত একটি কন্টেন্ট প্রচার হয়। যেখানে চট্টগ্রাম যদি ভারতের হয়, তাহলে তারা কী সুবিধা পেতে পারে, তা দেখানো হয়। সেই কন্টেন্টের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, চট্টগ্রাম যদি ওনাদের হয়ে যায়! বাবার রাজত্ব পাইছে?
রোববার (১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবে বিজয়ের মাস উপলক্ষে স্বাধীনতা ফোরামের এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই উপস্থাপককে ‘মলম বিক্রেতা’ বলে ট্রল করেন অনেকে। মির্জা আব্বাসও তাকে ‘মলম বেচেন ওই লোক’ বলে উল্লেখ করেন।
বলেন, প্রতিবেশি দেশ ভাবে আমাদের সোলজার (সৈন্য) কম। কিন্তু একাত্তর সাল দেখেন। সে সময় প্রশিক্ষণ ছাড়াই আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই দেশে এখন ২০ কোটি লোক সোলজার বলে উল্লেখ করেন। যদি বাংলাদেশ দখল করতে হয়, তাহলে ২০ কোটি লোকের রক্তের ওপর দিয়ে এ দেশ দখল করতে হবে।
মির্জা আব্বাস বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তির পরিকল্পিত ঘটনা। বিএনপি এর সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। সেইসাথে এই ঘটনাকে ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.