আজ সোমবার, জানুয়ারি ৬, ২০২৫ খ্রিস্টাব্দ

নানা ইস্যুতে বাংলাদেশের সাথে প্রতিবেশী ভারতের সম্পর্ক দিন দিন তলানিতে ঠেকছে। ইসকন ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও অবনতি হয়েছে। এরইমধ্যে ভারতে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে কড়া নিন্দা জানিয়েছে ঢাকা। এমন পরিস্থিতিতে মুখ খুললেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমন।

শনিবার (৩০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে তিনটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি সীমান্তের কাঁটাতারের বিভক্তি, ফেলানি হত্যা ও ভারত নিজেকে ‘বড় ভাই’ ভাবার বিষয়টি তুলে ধরেন।

কবীর সুমন তার একটি স্ট্যাটাসে লেখেন, ‘আকারে বড় দেশগুলো মনে করে তারা তাদের আকারে ছোট প্রতিবেশী দেশগুলোর মুরুব্বি। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে সে কিউবা, হাইতির বড়-দা (বড় ভাই)। পুয়ের্তো রিকোকে তো বড়-দা অঙ্গরাজ্য মনে করে। ভারত মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়-দা।‘

পতাকা অবমাননার বিষয়টিকে ইঙ্গিত করে আরেক পোস্টে তিনি লেখেন, ‘সীমান্তের কাঁটাতার-বেড়া থেকে ফেলানি যখন ঝুলছিলেন, কীসের, কার অবমাননা হচ্ছিল তখন?’

এর আগে, সকাল সোয়া ৯টায় নিজের আরেক পোস্টে জনপ্রিয় এই শিল্পী লেখেন, ‘জ্বলে মণিপুর জ্বলে কাশ্মির, আমার ভাষায় কাঁটার প্রাচীর, সে-কাঁটার তারে ঝোলে ফেলানি, এই নামে আজ যীশুকে জানি।’

FacebookTwitterMessengerWhatsAppEmailCopy LinkGmailViberShare
Exit mobile version