আজ
|| ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
১৫ বছরের ক্ষতির সমাধান ৩-৪ মাসে সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৪
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত ১৫ বছরে আর্থিক খাতের যে ক্ষতি হয়েছে তা অকল্পনীয়। তিন-চার মাসের মধ্যে এ সমস্যার সমাধান সম্ভব নয়। তবে বর্তমান সরকারের চেষ্টায় কোনো ত্রুটি নেই। শনিবার (৩০ নভেম্বর) ঢাকা চেম্বার আয়োজিত ‘বেসরকারি খাতের প্রত্যাশা এবং অগ্রাধিকার’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, দেশের সামষ্টিক অর্থনীতি আগের চেয়ে স্থিতিশীল। রিজার্ভের ক্ষয় রোধ হয়েছে। তাছাড়া, বিনিময়হারও স্থিতিশীল। এ সময় রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন বলেন, পোশাক শ্রমিকদের টার্গেট করে দেশে নৈরাজ্য সৃষ্টি চেষ্টা করা হচ্ছে। এটিকে প্রতিহত করতে সরকারি এবং ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সেমিনারে ব্যবসায়ী নেতারা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা চালিয়ে নেয়া কঠিন হয়ে পড়বে। ভুল তথ্যের উপর ভিত্তি করে এলডিসি থেকে গ্রাজুয়েশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত স্থগিত করার দাবিও জানান তারা। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আনতে নীতির ধারবাহিকতাও চান তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.