আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

 

স্টাফ রিপোর্টার : জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন যে দল পায় সেই দলই রাষ্ট্র ক্ষমতায় আসে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ। দেশব্যাপী আওয়ামী লীগ ও তাদের দোসরদের সন্ত্রাস, নৈরাজ্য এবং হানাহানির প্রতিবাদে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুঁড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছর নারায়ণগঞ্জ-৪ আসন সন্ত্রাসীদের গডফাদারের ইশারায় পরিচালিত হয়েছিল। কিন্তু আগামীতে বিএনপি ভালো মানুষের রাজনীতি ফিরিয়ে এনে প্রমাণ করবে বাংলাদেশে কোনো গডফাদারের স্থান হবে না। এই আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তাই এই আসন থেকে শান্তির পতাকা তুলে আমরা তারেক রহমানের হাতে তুলে দেবো।’

নারায়ণগঞ্জ-৪ আসনকে ‘সৌভাগ্যের আসন’ উল্লেখ করে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘নারায়ণগঞ্জ-৪ আসন যে দল পায় সেই দলই সরকার গঠন করে। রাষ্ট্র ক্ষমতায় আসে। তাই আমরা তারেক রহমানকে কথা দিচ্ছি আগামী নির্বাচনে আমরা এই আসনটি জয়ের মধ্য দিয়ে তারেক রহমানকে উপহার দিতে চাই। এই আসনে জয় করেই তারেক রহমানকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো।’

নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলে মামুন মাহমুদ বলেন, ‘৫ আগস্টের পরেও আওয়ামী লীগের কিছু দোসর ঘাপটি মেরে আমাদের মাঝে লুকিয়ে আছে। তাদের অনেকের নামে মামলা হয়েছে এবং হচ্ছে। কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী, চাঁদাবাজ ও লুটেরা আমাদের বাড়িতে থাকতে দেয়নি, আমাদের মা-বোনদের শান্তি দেয়নি, যারা গণ হত্যার জড়িত ছিল, চাঁদাবাজির সাথে জড়িত ছিল, যারা এ দেশ থেকে অর্থ পাচার করেছে, এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

মামুন মাহমুদ বলেন, লুটপাটকারীরা ভালো হয়ে যান। সব তারেক রহমান জানেন। আপনারা ছাড় পাবেন না। আমরা চাই না আর কোন গডফাদারের জন্ম হোক, এই জেলায় সেভেন, ফাইভ মার্ডার হয়েছে। আমরা চাইনা আর কোন অপরাধ হোক, আর কোন গডফাদারের জন্ম না হোক। বিএনপি’র এই দল আমাদের। এই দলকে জীবনের চেয়ে বেশী ভালোবেসেছি। রক্ত দিয়েছি, কারাবরণ করেছি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দল আমাকে মূল্যায়ন করেছে এবং করবে। বিএনপি মানে জনগনের সরকার। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করে, মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারে। সামাজিক সুরক্ষা থাকে, আইনের শাসন থাকে। নৃ-গোষ্ঠীর মানুষও অধিকার পায়।

নাসিক ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া, থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারন সম্পাদক ও সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা, জেলা মহিলা দলের সাবেক সভাপতি মোসলেহা কামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মমিনুর রহমান বাবু, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল কবির মামুন, জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক নাদিম হাসান মিঠু, সাবেক নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানাসহ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ

Exit mobile version