চট্টগ্রাম আদালত এলাকায় হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি লোহাগাড়ায় গেছেন সরকারের দুই উপদেষ্টা। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে তার বাড়ি যান ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
সাইফুলের গ্রামের বাড়ি পুটিবিলায় পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন, ধর্ম উপদেষ্টাসহ উপস্থিত সবাই। পরে, দুই উপদেষ্টা বলেন, সাইফুল হত্যার সাথে যারাই জড়িত থাকুক; তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান, খালিদ হোসেন ও বিধান রঞ্জন রায়। পরে নিহত সাইফুলের পরিবারকে সমবেদনা জানাতে আমিরাবাদ এলাকার বাসভবনে যান এই দুই উপদেষ্টা।