আজ
|| ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
পিলখানায় হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তসহ নিরিহদের মুক্তির দাবিতে না.গঞ্জে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৪
রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তসহ বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে বাংলাদেশ বিডিআর কল্যান পরিষদের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাকুরিচ্যুত বিডিআর সদস্যসহ তাদের পরিবারের সদস্যদের মানববন্ধনে, জেল বন্দি বিডিআর সদস্যদের মুক্তিসহ চাকুরিচ্যুত সদস্যদের পুনঃরহালের দাবি জানানো হয়।
এসময় বিডিআরের সাবেক সদস্যরা জানায়, আওয়ামী লীগের সরকার প্রহসনের বিচারের মাধ্যমে নিরিহ বিডিআর সদস্যদের আটকে রেখেছে। মানববন্ধনে বিডিআর হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তসহ নিরিহের পুনঃরবহাল ও নিরপরাধের জেল থেকে মুক্তির দাবি জানানো হয় ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.