আজ
|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ছেলে ও পুত্রবধুর হাত-পা বেধে শিল্পপতির বাাড়িতে ডাকাতি
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৪
ফতুল্লায় ঢাকা টেক্সটাইলের মালিক শিল্পপতি রেজাউল করিম মালার ছেলে ও তার স্ত্রীর হাত পা বেধে মারধর করে, অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৭ নভেম্বর) ভোর চারটার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলী এলাকায় ওই ডাকাতি হয়। এ সময় ডাকাতদল ৭ লাখ টাকা ও ৩০-৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয় বলে দাবি ভুক্তভোগীদের।
তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম। তিনি জানান, ডাকাতদের মারধরে রেজাউল করিম মালার আহত ছেলে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দোতলা বাড়ির পিছনের জানালার গ্রীল কেটে মুখোশদারী ৬ জন ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করেন। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিলো। এছাড়া ঘরের বাহিরেও ডাকাত দলের সদস্যরা দাড়িয়ে ছিলো। ডাকাতরা তার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন আক্তারের হাত ও পা বেধে ফেলে। এসময় চিৎকার করলে এলোপাথারী মারধর করে নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে পড়নের অলংকার ও আলমারী থেকে আরও স্বর্নালংকারসহ ৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয়। পরে নিচ তলায় নেমে আলমারী ভেঙ্গে নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে ভয় দেখিয়ে যায় পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির কিছু আলামত উদ্ধারসহ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ইতোমধ্যে ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.