আজ
|| ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
দেশের প্রতি যেকোনো আঘাত প্রতিহত করা হবে: বিমানবাহিনী প্রধান
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৪
বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, দেশের প্রতি যেকোনো আঘাত প্রতিহত করা হবে। এক্ষেত্রে যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করা বিমান বাহিনীর দায়িত্ব বলেও জানান তিনি।
আজ বুধবার (২৭ নভেম্বর) টাঙ্গাইলের রসুলপুরের ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক গোলাবর্ষণ মহড়ায় তিনি একথা বলেন।
মহড়া পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশ বিমানবাহিনী ২৪ ঘণ্টা র্যাডারের মাধ্যমে আকাশসীমা পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে ২১ শতকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মাথায় রেখে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও অদম্য করে তোলাই মহড়ার মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
আয়োজিত এ প্রশিক্ষণ মহড়ায় অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনীর MIG -29, F-7 BG, F-7BGI যুদ্ধবিমান ও শক্তিশালী হেলিকপ্টার। আকাশ থেকে ভূমিতে আক্রমণের দক্ষতা বৃদ্ধি এবং লক্ষ্যবস্তুর ওপর নির্ভুলভাবে আঘাত আনার কৌশল আয়ত্ত করাই এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল বলে জানা গেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.