আজ মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে ওই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আল মামুন।

নিহত বৃ্দ্ধার নাম আতুর বানু (৭৭)। সে জালকুড়ি করইতলায় এলাকার বাসিন্দা।

বৃদ্ধার নাতি মিরাজ গণমাধ্যমকে জানান, আমার বোন রাবেয়া এলাকার একটি মাদরাসায় পড়ালেখা করে। আমার দাদি সকালে বোনের জন্য নাশতা নিয়ে যাওয়ার সময় ঝালকুড়ি করইতলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হন। পরে খবর পেয়ে দাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আল মামুন বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এটা শাহাবাগ থানা পুলিশ সুরতহাল করেছে। তারাই এটার আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

Exit mobile version