আজ শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে হাইকোর্টের আদেশের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল সোমবার (২৫ নভেম্বর) দুপুরে চেম্বার জজ মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেয়াকে সমর্থন করেন কি না— এই প্রশ্নে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে এক জরিপ পরিচালনা করা হয়। এতে গত ২১ ঘণ্টায় ভোট দিয়েছেন ১ লাখ ৮৯ হাজার দর্শক। এর মধ্যে অটোরিকশা চলাচল করতে দেয়ায় সমর্থন করেন না ১ লাখ ১৯ হাজার ৭০ জন দর্শক। আর অটোরিকশা চলার পক্ষে ৫১ হাজার ৩০ জন দর্শক। অর্থাৎ ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চায় না বেশিরভাগ মানুষ।

আবু হাসান নামের একজন মন্তব্য করেন, ব্যাটারিচালিত রিকশা চলাচলে সমর্থন করি না। তবে কত শত পরিবারের রুটি-রুজির ব্যাপার এখানে জড়িত, এটা একবার ভাবা উচিত। মূল সড়কে নিষেধাজ্ঞা দেয়া হোক, আর গলিতে চলতে দেয়ার অনুমতি দেয়া হোক। অন্যদিকে ইমরান খানের নামের একজন জানান, অটো রিকশার কারণে দেশে দুর্ঘটনা বেড়ে গেছে।

উল্লেখ্য, উল্লেখ্য, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার নির্দেশের পর বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন চালকরা। এতে রাজধানীর বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এরই মধ্যে গত রোববার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে রাষ্ট্রপক্ষ। সে আবেদনের ওপর গতকাল শুনানি শেষে স্থিতাবস্থার আদেশ দেয়া হয়।

Exit mobile version