নারায়নগঞ্জে বসুন্ধরা পেপারমিলে বৈদ্যুতিক দুর্ঘটনার সৃষ্ট আগুনে মোট ১০ জন দগ্ধ৷ রবিবার (২৪ নভেম্বর) তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন।
তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. শাওন বিন রহমান।
বিস্ফোরণে দগ্ধরা হলেন : মো. আরিফ (২৭), বিপ্লপ (২৮), মো. নুর ইসলাম (২৩), মো. তামজিদ শেখ (৪০), মো. তন্ময় (২৫), আল আমিন (২৪), হাসান (১৮), মো. শাওন (২৪), মো. হাসান (২২) ও চঞ্চল (২৬)।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. শাওন বিন রহমান জানান, সকালে সোনারগাঁও থেকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০জনকে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মো. আরিফ ৪ ভাগ, বিপ্লপ ২০ ভাগ, মো. নুর ইসলাম ৬ ভাগ, মো. তামজিদ শেখ ১২ ভাগ, মো. তন্ময় ১১ ভাগ, আল আমিন ১৫ ভাগ, হাসান ৯ ভাগ, মো. শাওন ৮ ভাগ, মো. হাসান ৬ ভাগ ও চঞ্চল ৫ ভাগ দগ্ধ হয়েছেন।