আজ
|| ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৪
গাজীপুরের জয়দেবপুর থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। রোববার (২৪ নভেম্বর) শুনানি শেষে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. বাহউদ্দিন কাজী এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারিতে জেলার সদর উপজেলার খাস পাড়া এলাকায় একটি পার্কিং করা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ারম অভিযোগে ১৮ জনকে আসামি করে মামলা করে পুলিশ। পরে ওই বছরের আগস্টে তারেক রহমান, সাবেক মেয়র এমএ মান্নানের ছেলে মনজুরুল করিমকে অভিযুক্ত চার্জশিট দাখিল দেয় পুলিশ। এরপর মামলার চার্জশিটটি গ্রহণ করে। আজ দীর্ঘ শুনানি শেষে আসামিদের ওই মামলা থেকে অব্যাহতি দেন আদালত।
এদিকেন, মামলাটির শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন সহিদুজ্জামান, মেহেদী হাসান এলিসসহ বেশ কয়েকজন আইনজীবী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.