আজ শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ খ্রিস্টাব্দ

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনীব্যবস্থা এবং নির্বাচন কমিশনের আমূল সংস্কার চায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। একই সাথে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের পদধারী কেউ যেন বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের প্রার্থী হতে না পারে সে দাবিও তুলেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে রাষ্ট্র সংস্কারে দলটির প্রস্তাবনা তুলে ধরেন তিনি।

এ সময় ববি হাজ্জাজ জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করা অসম্ভব। তাই সংবিধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিধান অন্তর্ভুক্তি করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখাসহ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রধান নির্বাচন কমিশনারকে সুপার প্রাইম মিনিস্টার ভূমিকায় রাখতে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়ন করার দাবি জানান এনডিএম চেয়ারম্যান।

একই সাথে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সুপারিশ ব্যতীত নিরপেক্ষ সার্চকমিটির মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ দেয়ার দাবিও জানান ববি হাজ্জাজ।

Exit mobile version