আজ
|| ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
গাইবান্ধায় ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম
প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৪
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি গাভী ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাছুরটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বামনডাঙ্গার রামদেব গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জিন্নাহর বাড়িতে বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের ওপড়ে আরও দুইটি পা রয়েছে।
গরুর মালিক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, আমার গাভীটি দুপুরের দিকে ছয় পা বিশিষ্ট এড়েঁ বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও এটির আরও দুইটি পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেয়ার প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন বলেও জানান তিনি।
পরে চিকিৎসকের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ছয় পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোন সমস্যা হবে না। এ পর্যন্ত বাছুরটি সুস্থ আছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে ছয় পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না। তবে কোনো সমস্যা দেখা গেলে চিকিৎসাসেবা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2024 Daily Janadarpan. All rights reserved.