ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না: সংস্কৃতি উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৪
অতীতে দেশকে পরিকল্পিতভাবে দুইভাগে ভাগ করা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বলেছেন, বাংলাদেশ সবার, ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অতীতে গান-বাজনা ও নাচকেই সংস্কৃতি মনে করা হতো। এর বাইরে ধর্মীয় সংস্কৃতি আছে সেটাকে আমলে নেয়া হতো না। ইসলামী সংস্কৃতি নিয়ে কোনও কিছু করলে মৌলবাদী, জামায়াত-শিবির বলা হতো।
১৯৯৩ সালে ‘বিষাদসিন্ধু’ নাটক করার কারণে সৈয়দ জামিল আহমেদকে জামায়াত-শিবির ট্যাগ দেয়া হয়েছিল বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। বলেন, মুক্তিযুদ্ধের চেতনাই চব্বিশের বিপ্লবে পুনরুজ্জীবিত হয়েছে। এবার মত প্রকাশের স্বাধীনতা আরও বেগবান হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com